This Day In History: 1971-10-31
দাবানল ॥ ৩১ অক্টোবর ১৯৭১
কালদিঘীতে স্বরাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী জনাব কামরুজামান কালদিঘী শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে বক্তৃতা দান কালে মন্ত্রী বলেন যে আজ সব দুঃখ কষ্টকে ছাপিয়ে রেখে স্বাধীনতার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। মন্ত্রী মহােদয়ের সঙ্গে অধ্যাপক ইউসুফ আলী, জনাব আব্দুর রহিম এম.পি. জনাব আজিজুল ইসলাম এম.এন.এ. এবং বহু আরাে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এধরনের শিবিরে পরিদর্শনে শরণার্থীরা তাদের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে নিজের মনে উৎসাহ পায়।
৩১ অক্টোবর ১৯৭১