গণহত্যা জাদুঘরের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের উপর হাজারের বেশী বই রয়েছে। এছাড়া, আমাদের আর্কাইভসে ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে অনেকগুলো সিডি, ছবি, পেপার ক্লিপিং। ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ পত্রিকা – দৃষ্টিপাত, পূর্ব্বায়ন, সপ্তাহ, আজাদ-৭১, দেশের ডাক, ত্রিপুরা, জাগরণ ও গণসংহতি। তাছাড়া বিভিন্ন লিফলেট সংগ্রহ করা হচ্ছে। গবেষণা কেন্দ্রের উদ্যোগে সারা বিশ্বের গণহত্যা সংক্রান্ত বাৎসরিক সব গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে জেনোসাইড মিডিয়া ডাইজেস্ট এর কাজ চলছে। কেন্দ্রের উদ্যোগে প্রতিবছর এই রেফারেন্স বইটি প্রকাশিত হবে।
স্থানের কথা বিবেচনা করে আমাদের
যেকেউ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত যে কেউ এই লাইব্রেরিতে এসে এই বইগুলি পড়তে পারে।